শুক্রবার, মার্চ ১৩, ২০০৯

ঢেউয়ের চূড়ায় আকাশ ভাঙে

ঘর ভরালাম জোসনা দিয়ে
তবুও যখন ভাললাগে না
নাও ছোটালাম শুকনো গাঙ্গে
চলতে যেটার হাল লাগে না।

উল্টে দিলাম
পাল্টে নিলাম
আকাশ নদী
ঘাসের গদি।

এবার দেখো ঢেউয়ের চূড়ায়
আকাশ ভাঙে
নদীর বদল ভাসছে পানি
মেঘের চাঙে
সবুজ ঘাসের সবুজগুলো
উধাও হলো
বালির বুকে ঘাস গজালো,
কেমন বলো!

ভাবছো জাদুর চেরাগ হাতে
আমি বুঝি অবাক মানুষ!
ভয় পেয়ো না, বলছি শোন
এসব শুধুই কথার ফানুস।

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

আপনিতো দেখছি সবসময় অলীক কল্পনায় ডুবে থাকেন।
- তানিয়া

নামহীন বলেছেন...

আপনিতো দেখছি সবসময় অলীক কল্পনায় ডুবে থাকেন।আপনিতো দেখছি সবসময় অলীক কল্পনায় ডুবে থাকেন।
- তানিয়া