
পিঞ্জিরাটার দরজা নাকি
একটু ছিলো ফাঁক
সেই সুযোগে উড়াল দিলো
আটকে থাকা কাক!
আড়েমাড়াটা ভেঙ্গে ডানা
মেললো নীলিমায়,
ভাবলো এমন খুশীর দিনে
কোনটা করা যায়।
জর্দা দিয়ে পান চিবুবে
করলো ভেবে ঠিক,
ফেলবে মাথায় পথচারীদের
মলের সাথে পিক।
জর্দা-খয়ের-পান-সুপারীর
সাথে খেয়ে চুন
তীব্র ঝাঁঝে পাগল হলো
চড়লো মাথায় খুন।
রাস্তা এবং পার্কে গিয়ে
ঠুকরে দিলো লোক,
শহর জুড়ে কাকের ভয়ে
কাঁপলো সবার বুক।
এক বিকেলে বুদ্ধি এঁটে
শহরবাসী সব
আনলো লাঠি-খন্তা-কুড়াল
দারুণ কলরব।
কিন্তু কাকের ঠোকর কেয়ে
ঝরলো অনেক প্রাণ
কেউবা আবার নাক হারালো
কেই হারালো কান।
খবর পেয়ে আসলো পুলিশ
আসলো বিশষ ফোর্স,
গতিক ভালো নয় দেখে কাক
ধরলো আরেক কোর্স।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন