বিষয়
- কবিতা/ছড়া (14)
- খুদে পন্ডিতদের জন্য (1)
- নিশিদল (2)
- পাতায় পাতায় পাতা (6)
- প্রবন্ধ-নিবন্ধ (1)
- ফিচার (17)
- রম্য (2)
- সাজঘর থেকে (24)
শনিবার, এপ্রিল ২৫, ২০০৯
বিষ্ঠা রহস্য
অর্ধ ছেলা চান্দি মেলে
মানি বাবু যাচ্ছিলেন
আপন মনে গুনগুনিয়ে
একটা কিছু গাচ্ছিলেন।
হঠাৎ কীযে পড়লো এসে
উপর থেকে চান্দিতে
চমকে গিয়ে তপ্ত আঁচে
ভুললো গানে টান দিতে।
ঘটলো কীসব আজব ব্যাপার
বুঝতে বাবু হাত দিয়ে
একটুখানি আনলো তুলে
চিন্তা ফিকির বাদ দিয়ে।
ফিকে-সাদা ক্রিমের মতো
বস্তুটা কি ভাবতে হয়!
সবার আগে নাকের কাছে
গন্ধটা তার মাপতে হয়।
কৌতুহলে জিহ্বা দিয়ে
চেখেই দেখেন ঝাঁজ আছে
তাইতো ভাবেন, এটার বুঝি
প্র্যাকটিকেলি কাজ আছে।
নিন্দুকেরা বলছে বাবু
কীসব দিয়ে হাত মাজেন
আবার নাকি কাকের ছাওয়ের
বিষ্ঠা দিয়ে দঁাত মাজেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন