রাত শেষে কেটে যাবে আঁধার যখন
কাঁচা রঙে লাল হবে সূর্য তখন
পৃথিবীতে কেঁপে এলো থির থির থির
আলোর ফোয়ারা হয়ে শিশুর শরীর।
সেদিন সকাল ছিলো ঝলোমলো ঝল
গানে উদাসী হলো পাখিদের দল।
বাতাসের ফিস ফিস কানাকানি রটে
কান থেকে বলে দিলো হৃদয় পটে
যার লাগি এতো সব তিনি শেষ নবী
দেহ মন মগজে রেখো তাঁর ছবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন