বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০১১

সারা আঁখি পাতা


সেই মেয়েটি দস্যি মেয়ে
পাতায়, ফলে, ফুলে
দোদোল দোদোল দোলে

পাতাদ্বীপ ঝাড়ু দেয়
দীঘল দীঘল চুলে

সেই মেয়েটি গেছো মেয়ে
গাছে গাছে ঘোরে,
কিম্বা হাওয়ায় ওড়ে

সারা আঁখি পাতা
তার পাতাদ্বীপ জুড়ে

কোন মন্তব্য নেই: