শুক্রবার, সেপ্টেম্বর ০২, ২০১১

সুখের বাসর



পাতাদের পাতারাণি শুকনো পাতায়
পাতাদ্বীপ পায়েলের ছন্দে মাতায়

রুনুঝুনু রুমুঝুম নাচন ওঠায়
গোটা দ্বীপ জুড়ে এক আসর জোটায়

এলোমেলো সুকোমল সবুজ আসর
আহা-হা পাতাদের সুখের বাসর

সুখগুলো জ্বলে ওঠে তারায় তারায়
উচাটন মন যেনো কোথায় হারায়


কোন মন্তব্য নেই: