বর্ণমালার বর্ণালী
বর্ণ দিয়ে মালা গেঁথে
বর্ণমালা গড়ো
মায়ের ভাষায় বলতে শেখো
মায়ের ভাষায় পড়ো।
আজকে যেমন মায়ের আগল
রাখছে তোমায় ঘিরে
আঁচল টেনে ছন্দ ভেঙ্গে
হাঁটছো ধীরে ধীরে,
বর্ণমালার বর্ণালীতে
হাটো এমনতরো।
ইস্ কি জানো তোমার মুখের
একটু আধো বুলি
হর হামেশা রাঙতে পারে
হাজার রঙের তুলি।
রঙ তুলিতে মায়ের আকাশ
তুমিই রঙিন করো।
বর্ণমালার বর্ণগুলো
ভাসাও মেঘের মতো
কথার তোড়ে বৃষ্টি ঝরাও
ফোঁটা শতো শতো।
মায়ের ভাষায় অঝোর ঝরুক
বর্ণ ঝরো ঝরো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন