উৎসর্গ
ঢেউয়ের চূড়ায় ভাঙলো আকাশ
রাঙলো ভুবন আলোয়
সেই আলোতে প্রথম সিনান
লাগলো কাঁপন ভালোয়।
লাগলো কাঁপন ঝলমলিয়ে
জন্ম নিলাম আমি
যাদের দিয়ে জন্ম আমার
সবচে তারা দামি।
এই প্রকৃতির প্রথম পড়া
দাদুর কাছেই শিখি
কদিন পরেই ভাইকে পেয়ে
স্বপ্ন কত লিখি
চলার পথে বন্ধু পেলাম
ছন্দ পেলাম তাতে
ভিত রচনার সাহস পেলাম
একটি কোমল হাতে
1 টি মন্তব্য:
Bannar of poem.
-Tatash
একটি মন্তব্য পোস্ট করুন